এডাব সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪৫:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৫:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব সুনামগঞ্জ জেলা শাখার নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন(আরডিএসএ), সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন-এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠানে জেলার সকল সদস্যবৃন্দসহ সম্ভাবনা সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার-এর সঞ্চালনায় বিগত অর্থ বছরে এডাব জেলা শাখার পরিবারের সদস্য ও নিকট আত্মীয় মৃত্যুবরণ করায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এডাব, সুনামগঞ্জ জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে উন্নয়ন সংস্থা পদ্মা-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি পদে চলন্তিকা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোছাঃ জ্যোৎ¯œা আক্তার, সাধারণ স¤পাদক পদে আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, নির্বাহী সদস্য পদে আরপিডাব্লিউএস-এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, প্রগতিশীল যুব সংঘের নির্বাহী পরিচালক শিল্পী বেগমকে নির্বাচিত করা হয়। সভায় অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে সংকল্প সমাজকল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক নীহার রঞ্জন দাস, সৃষ্টি মহিলা সমাজকল্যাণ সংস্থা-এর সভাপতি তৃষ্ণা আক্তার রুশনা, প্রত্যাশা মহিলা সমিতির সভানেত্রী মোছা. নাজমা বেগম, নবীনগর মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি মোছা. শাহানা আক্তার, আরডিএসএ’র প্রশিক্ষক সানজিদা সরকার উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ