প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন!
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৪২:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৪২:৫৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়াই মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা’র ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। সোমবার বিকেলে শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিমে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মাঠে মেলার অবকাঠামো কাজের উদ্বোধন করে ‘হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ’ নামের একটি প্রতিষ্ঠান। ফেসবুকে খুঁটি স্থাপনের একটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকতা উদযাপন করেন হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ-এর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম। যেখানে দেখা যায়, ফুল দিয়ে মোড়ানো বাঁশের খুঁটি ধরে রয়েছেন ৫-৬ জন লোক। ওই পোস্টে আমিনুল ইসলাম লিখেন, “মেলায় ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হস্ত কুটির পণ্য মেলা সুনামগঞ্জের অবকাঠামো কাজের শুভ উদ্বোধন হয়ে গেল।”
এদিকে ঘটা করে মেলার প্যাভিলিয়ন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও জেলা শহরের কেন্দ্রস্থলে এমন আয়োজন সম্পর্কে জানা নেই জেলা প্রশাসনের। কোন সংস্থার আয়োজনে এই মেলা হচ্ছে এমন তথ্য সম্পর্কেও অবগত নন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজনের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন খোদ জেলা প্রশাসক।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মাঠে মেলা আয়োজনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অধিদপ্তরের সিলেট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। অনুমতি ছাড়া কোনো কাজ করা হলে সেটি বেআইনি হবে। আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় হাজেরা সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃ-এর প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, মেলা আয়োজনের জন্য তারা এখনো অনুমতি পাননি। তবে তারা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেয়ার চেষ্টা করছেন। অনুমতি ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে তিনি বলেন, আমরা গণপূর্তের কাছ থেকে একটি অনুমতি পেয়েছিলাম। তবে এখন বিতর্ক আসায় খুঁটি উঠিয়ে ফেলা হয়েছে।
শিল্পপণ্য মেলা আয়োজনে অনুমতির ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মেলা আয়োজনের জন্য আমরা কাউকে অনুমতি দেইনি। কেউ অনুমতি ছাড়া খুঁটি বসালে সেটি ভেঙে দেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ