ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৪:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৪:১০ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার উদ্বোধনী দিনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক এস এম রহমত, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ ,মৎস্যজীবী আমজাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার টান মেউহারী গ্রামের সফল মৎস্যচাষি মঞ্জুরুল হক, উপজেলার পাইকুরাটি গ্রামের সফল মৎস্যচাষি শাহীন খান ও উপজেলার হলিদাকান্দা গ্রামের সফল মৎস্যচাষি আব্দুল মন্নাফ - এই তিনজনের প্রত্যেককে একটি করে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ