স্টাফ রিপোর্টার ::
মঙ্গল আরতি, আলোচনা, প্রার্থনা সভা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় সুনামগঞ্জে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব। এ বিভিন্ন মন্দির ও পূজা প্রাঙ্গণে ছিল নানা আয়োজন।
শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পরে মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার হাসিবুল হাসান। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবিন আচার্য্য, জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার, কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সিদ্ধার্থ এষ বলাই, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, সন্তোষ রায়, বিধান দাস, সুমন দাস, অ্যাড. অশোক পাল, বিএনপি নেতা রামকৃষ্ণ তালুকদার সবুজ, রমাকান্ত দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার, যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সজীব রায়, কলি তালুকদার আরতি,স্মৃতি রানী তালুকদার, জবা ঘোষ, মলি রায় প্রমুখ। বক্তারা বলেন, শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মানব রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালনই ছিল তাঁর আবির্ভাবের উদ্দেশ্য। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সকল ধর্মের মানুষের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
- আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২০:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৩:৩০ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ