সদর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির শপথগ্রহণ
- আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:০৯:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:০৯:২৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্টঃ ২৬২২) এর অন্তর্ভুক্ত সুনামগঞ্জ সদর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটি শপথ গ্রহণ করেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শহরের ওয়েজখালি কার্যালয়ে সাত সদস্যের নির্বাচিত বিজয়ীদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফয়জুন নুর, আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন উপ-পরিষদের সহকারী কমিশনার আজাদ মিয়া, মোজ্জাফর মিয়া, আব্দুল জাহান, আতাউর রহমান।
সুনামগঞ্জ সদর উপজেলা আঞ্চলিক স্ট্যান্ড পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি মো. ইব্রাহিম, সহ-সভাপতি নাহির মিয়া, সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মো. শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আবু খালেদ মাসুম, অর্থ সম্পাদক নিকসন চন্দ্র পাল, সদস্য মো. কাদির মিয়া।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ