দিরাইয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন

দিরাই সংবাদদাতা ::
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের একটি গ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের কার্তিকপুর (শান্তিপুর) গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি তার সহপাঠীর সাথে পাশের বাড়িতে খেলতে গিয়ে ধর্ষণের শিকার হয়।
ভিকটিমের চাচি জানান, শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। তখন আমরা তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক মণি রানী দাসের পরামর্শে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাই। ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে গাড়িতে আছি। তিনি অভিযোগ করে বলেন, বখাটে এমরান মিয়া তার বোনের বাড়ি বেড়াতে এসেছিল। তখন সে আমাদের মেয়েটির সর্বনাশ করেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ