ধর্মপাশা প্রতিনিধি ::
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর (শায়েখে চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের লিডারকে আপনারা প্রশ্ন করবেন বিএনপি ও আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিএনপি ও আওয়ামী লীগ শব্দের অর্থ কি? জিয়াউর রহমান সাবের আদর্শ কি ছিল? আওয়ামী লীগ শব্দটা আরবী, ফার্সি না বাংলা। বিশ্বাস করুন বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতারাই তা বলতে পারবেন না। বিএনপি,আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতীক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, লাঙ্গল, ধানের শীষ ও নৌকা গরীবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করেন তারা একজনও গরীব না। তারা এগুলোর ধারে কাছেও যান না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যারা নির্বাচন করে তারাও চালাতে পারেন, যারা নির্বাচন করেন না, তারাও চালাতে পারেন। ধনী-গরীব সবারই এটা প্রয়োজন। কারেন্ট ফেল মারতে পারে কিন্তু হাতপাখা ফেল মারতে পারে না। হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবে।
তিনি একটি বারের মতো পরীক্ষামূলকভাবে ইসলামী আন্দোলনকে বিজয় করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা বেকুব, মাথায় ঘিলু নাই, তারা নৌকা, ধানের শীষ ও লাঙ্গলে ভোট দিতে পারে। কিন্তু যাদের চোখ আছে, জ্ঞান আছে তারা কখনো তাদেরকে ভোট দিতে পারে না। বুধবার বিকেল চারটায় ধর্মপাশা উপজেলা সদরের বিজয় ২৪চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রদান, ধর্মপাশা উপজেলার অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, হাওর উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথাগুলো বলেন। ওইদিন বেলা দুইটার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখা এই আয়োজন করে।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখলেছুর রহমানের সঞ্চালনে ও সহ সভাপতি মুফতি জোবায়ের আলম এবং সাধারণ সম্পাদক মাওলানা সামছুদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জিলাই মিয়া জিলানী, ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শেখ রফিকুল ইসলাম হাদী, ইসলামী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধর্মপাশা উপজেলা শাখার আমির বোরহান উদ্দিন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
একটি বারের মতো পরীক্ষামূলকভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন : চরমোনাই পীর
- আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৬:২৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ