সুনামগঞ্জ , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকান্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ যাদুকাটায় ৫ দিনে অর্ধশত কোটি টাকার বালু লুট যুব রাজনীতিবিদ মুইনুদ্দিন জালালকে স্মরণ, তিনি ছিলেন সাহসী, পরোপকারী ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো বাঁকা পথে যাবে না ইসি ধানের শীষ প্রতীকে ভোট দিতে মানুষ প্রস্তুত : কলিম উদ্দিন আহমেদ মিলন শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন দোয়ারাবাজারে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও চার বাম দল এইচএসসিতে ফল বিপর্যয়, অভিভাবকরা হতাশ যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি শাল্লায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার সই হল ‘জুলাই সনদ’ বালু লুটের অভিযোগে মামলা,আসামির তালিকায় প্রতিবাদকারীদের নাম জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিজান চৌধুরী খাসিয়ামারা নদীতে বালুখেকো সিন্ডিকেট বেপরোয়া
যুব দিবস পালিত

যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৫২ অপরাহ্ন
যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে যুব র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, আমরা যদি প্রযুক্তি নির্ভর যুগে দক্ষতাকে সমন্বয় করতে না পারি, তবে শ্রম বাজারে আমাদের মূল্যায়ন কমে যাবে। তাই সেটা চিন্তা করে নিজেকে প্রযুক্তি নির্ভর করে তোলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন, এতে আরও বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে। তাই প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে যুবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যুবশক্তিকে স¤পদে পরিণত করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মোবাইল মেরামত ও ক¤িপউটার প্রশিক্ষণ প্রদান করে আসছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা জহুর আলী, এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমদ শিহাব, জুলাই মঞ্চ আহ্বায়ক এমএ বারী সিদ্দিকী, ইংলিশ কাউন্সিলের বাংলাদেশ পরিচালক নুর উদ্দিন, সফল প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার, জেলা যুব প্রতিনিধি শাহ আলম। আলোচনা সভা শেষে সনদপত্র, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। অপরদিকে, ওইদিন শহরের নবীনগর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। বিকাল ৩ টায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বিভিন্ন কর্মসূচির সার্বিক ব্যবস্থপনায় ছিলেন জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক জাফর ইকবাল চৌধুরী। সহযোগিতায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইনুল ইসলাম ভুইয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা যুব উন্নয়নের ক¤িপউটার প্রশিক্ষক আলমগীর কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য ও যুব আহ্বায়ক স্বর্ণালী আক্তার রিমা। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) আবু সাইদ শেখ, মার্কেটিং অফিসার সাজিদুর রহমানসহ যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী, সফল প্রশিক্ষণার্থী, অভিভাবক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটায় ৫ দিনে অর্ধশত কোটি টাকার বালু লুট

যাদুকাটায় ৫ দিনে অর্ধশত কোটি টাকার বালু লুট