স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ‘মানবিক স্বেচ্ছা সেবা সংগঠনের’ উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের তরুণদের নিয়ে মানবিক স্বেচ্ছা সেবা সংগঠনের পক্ষ থেকে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. লিটন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উত্তর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মো. মোস্তফা তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. শফিক তালুকদার, অর্থ সম্পাদক ইরফান সাজ্জাদ, ক্বারী আব্দুল কুদ্দুস, আমির আলী তালুকদার, মো. সালাম তালুকদার, মো. সিরাজ আলী ও শুকুর আলী। পরে সংগঠনের সভাপতি লিটন তালুকদারকে কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
- আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৪০:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:১৫:১০ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ