সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন অকেজো ১০ হাজার নলকূপ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা!

জমে উঠেছে বৃক্ষমেলা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:০২:০৪ পূর্বাহ্ন
জমে উঠেছে বৃক্ষমেলা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা জমে উঠেছে।
সোমবার ছিল মেলার ৫ম দিন। ওইদিন বৃক্ষমেলায় ক্রেতাদের আনাগোনা ছিল বেশ ভাল। বিভিন্ন প্রজাতির গাছের চারা বেচাকেনাও ভাল হয়েছে। কিন্তু বৃহস্পতিবার উদ্বোধনীর দিন থেকে আবহাওয়া খারাপ থাকায় ক্রেতাদের উল্লেখযোগ্য আগমন ছিল না। গতকাল সোমবার দুপুরে বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল, ফুল, ঔষধি ও বনজ গাছের চারা এবং দুষ্প্রাপ্য গাছের চারা বেচাকেনা হতে দেখা যায়। এ সময় একাধিক নার্সারীর মালিক জানান, তারা সাশ্রয়ী মূল্যে গাছের চারা বিক্রি করছেন। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন প্রজাতির গাছের চারা তারা মেলায় তোলেছেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ফলের গাছের মধ্যে বেচাকেনা চলছে ভিয়েতনাম মাল্টা, চায়না কমলা, থাই জাম্বুরা, রামবুটাম, এভাকাডো, স্বরূপা, থাই পেয়ারা, আমড়া, জলপাই, লিচু, সফেদা, আমলকি, ডালিম, জামরুল, লটকন, নারকেল, কাঁটাল, তেঁতুল, লেবু, আম, জাম, সাগর কলা, সপরি কলা, সুপারি, কামরাঙা, বেল, আতাফল, বরই প্রভৃতি জাতের গাছের চারা। ফুলের গাছের মধ্যে বেচাকেনা হচ্ছে জুঁই, জবা, কামিনী, বেলী, মাধবীলতি, হাসনাহেনা, রঙ্গন, গোলাপ, টগর, অপরাজিতা, মুসুনডা, বাগান বিলাস, জবা, কৃষ্ণচূড়া প্রভৃতি প্রজাতির গাছের চারা। কাঠের গাছের মধ্যে মেহগনি, চাকা রশি, চামল, রেইট্রি, কদম, লম্বু, দেবদারু প্রভৃতি গাছের চারা বিক্রি হচ্ছে। ঔষধি গাছের মধ্যে আমলকি, নিম, হরিতকি, অর্জুন, এলোভেরা, তুলসি, বাসক, লাল চন্দনসহ নানা প্রজাতির গাছের চারা বেচাকেনা হচ্ছে। শোভাবর্ধন গাছের মধ্যে রয়েছে- মানি প্লান্ট, কাঠামুকুট, ক্যাকটাস, মেহেদী, বনসাই, ক্রিসমাস, ঝাঁউ, লাকী বেঙ্গ, অর্কিড প্রভৃতি গাছের চারা। এসব চারাও কম মূল্যে বিক্রি হচ্ছে। বৃক্ষমেলায় গাছের চারা বেচাকেনায় রয়েছে মাটির ও প্লাস্টিকের টব। প্রতিটি মাটির টব সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং সর্বনি¤œ ২৫০ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। প্লাস্টিকের টব সর্বোচ্চ ৩ শত টাকা দরে এবং সর্বনি¤œ ৫০ টাকা হিসাবে কেনা যাচ্ছে। গাছের চারা কিনতে আসা শিক্ষিকা শারমিন জাহান বলেন, গত কয়েক দিন যাবত বৃষ্টির জন্য মেলায় আসতে পারিনি। আজ দিন ভাল হওয়ায় গাছের চারা কিনতে এসেছি। টগর, ক্যাকটাস, নিম ও অর্কিড কিনেছি। দাম কমই আছে। মেলায় আসা অপর ক্রেতা সজল ইরফান বলেন, আমি কিনতে এসেছি ঔষধি গাছ। আমলকি, নিম, অর্জুন, এলোভেরার গাছের চারা কিনেছি। দাম সাশ্রয়ী। আরএইচএম নার্সারীর স্বত্বাধিকারী মিঠু রায় বলেন, মেলা উদ্বোধনের গত ৫ দিন আবহাওয়া খারাপ থাকার কারণে উল্লেখযোগ্য পরিমাণে বেচাকেনা হয়নি। তবুও ক্রেতাদের আনাগোনা ছিল বেশ ভাল। আমার নার্সারীতে বিভিন্ন প্রজাতির গাছ ও দুষ্প্রাপ্য গাছের চারা বেচাকেনা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে মাটির ও প্লাস্টিকের টব বিক্রি করছি। এ সময় সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ-উদ্দিন আহমেদ জানান, এবার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ১২ জন নার্সারী মালিকের ৩০টি স্টল রয়েছে। এসব স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বেচাকেনা চলছে। আগামী ১৩ আগস্ট বুধবার পর্যন্ত এই মেলা চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা