ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট ছয় থানার ওসি বদলি কমিশনকে নজরে রাখবে রাজনৈতিক দলগুলো সালমান-আনিসুল হক ফের রিমান্ডে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা দেবে জার্মানি হাওরকে বাঁচতে দিন আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর “অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, তবে তা সীমাহীন নয়” ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ পদ হারিয়ে যুক্তরাজ্যে ফিরছেন আ.লীগ নেতারা সাবেক ৩ সিইসি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রধান বিচারপতির ১২ নির্দেশনা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বিবেচনার অনুরোধ

দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১২:১৪:৪৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রায় দেড়যুগ পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে মা জননী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, সিলেট মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সিলেট মহানগর শুরা সদস্য ও কোতয়ালী থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম ও নির্যাতন চালায়। যে কারণে দেশের মানুষ এত দিন মতপ্রকাশ করতে পারেনি, কথা বলতে পারিনি। গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। তিনি আরো বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। আমরা সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো দরিদ্র্য থাকবে না, ক্ষুধামুক্ত, ভয়ভীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে, এ জন্য আমাদের সব কর্মীকে একতাবদ্ধ থেকে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।া উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সাবেক জেলা সভাপতি মাওলানা জাকির হোসাইন, উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স