লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ
অভিভাবক সভায় অসৌজন্যমূলক আচরণে উত্তেজনা
- আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:০৩:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্যদের এক সভায় অসৌজন্যমূলক আচরণের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট বিকেলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভায় অভিভাবক সদস্য ইসলাম উদ্দিনের সঙ্গে অফিস সহকারী কাম ক¤িপউটার অপারেটর হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি অসৌজন্যমূলক আচরণে রূপ নেয়। উপস্থিত অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
শিক্ষক বায়োজিদ হোসেন ও শহীদুল ইসলাম বলেন, অফিস সহকারী হারুনুর রশীদের কোনো দোষ ছিল না, এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।
শিক্ষার্থী সাদিয়া আফরোজ নিহা, সাদিকা জাহান মিশকাত, রাকিবুল ইসলাম রোহান ও সাব্বির আহমদ রায়হান অভিযোগ করে বলেন, এ ধরনের ঘটনা রাজনৈতিক দ্বন্দ্বের ফল, আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।
অভিযোগের বিষয়ে হারুনুর রশীদ বলেন, শফিকুল ইসলাম রতন ও ইসলাম উদ্দিন দুই অভিভাবক সদস্য তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং তিনি এর বিচার চান।
অভিভাবক সদস্য শফিকুল ইসলাম রতন দাবি করেন, মিটিংয়ে ইসলাম উদ্দিন ও হারুনুর রশীদের মধ্যে উত্তেজনা তৈরি হলেও অহেতুক তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে ইসলাম উদ্দিন পাল্টা অভিযোগ করেন, আলোচনা চলাকালে হারুনুর রশীদ বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন, পরে তার ভাই ও চাচাতো ভাই মারধরের চেষ্টা করলে উপস্থিতরা তা থামান।
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হারুনুর রশীদ জানান, বিষয়টি স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেছে। দীর্ঘদিন ধরে আ.লীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের ফলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাক্সিক্ষত হিসেবে মন্তব্য করেছেন।
গভর্নিং বডির সভাপতি ও উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. এমদাদুল হক বলেন, দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। কাল-পরশু বিদ্যালয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ