চলন্ত গাড়িতে ‘বেহুঁশ’ সাত যাত্রী
- আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৭:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:১৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দিরাই থেকে সিলেট যাওয়ার পথে দিরাই- মদনপুর সড়কের গাগলী নামক স্থানে বেহুঁশ হয়ে যান চলন্ত প্রাইভেট গাড়িতে থাকা বেশ কিছু নারী যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানাযায়, এক আত্মীয়র মৃত্যুর খবর শুনে দুই দিন পূর্বে দিরাই উপজেলার রাঢ়ইল গ্রামে আসেন ওই যাত্রীরা। তারা সবাই বর্তমানে সিলেটে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি দিরাইর রাঢ়ইল গ্রামে। শনিবার গ্রামের বাড়ি থেকে সিলেটে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন হাইএক্স গাড়িতে থাকা যাত্রীরা।
সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আবাসিক অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন ৭ নারী ও শিশু। অসুস্থ যাত্রীরা হলেন দিরাই রাঢ়ইল গ্রামের তানিশা বেগম, রহিমা বেগম, মহিমা আক্তার, শেফালি বেগম, সালেহা বেগম, রাইসা আক্তার ও খাদিজা বেগম। তাদের প্রত্যেকেই দুর্বল ও অবচেতন অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে গাড়িতে এসির কৃত্রিম বাতাস ও গাড়ির কেমিক্যাল থেকে বিষক্রিয়া থেকে চেতনা হারিয়ে অসুস্থ হন তারা। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্বাভাবিক হওয়ায় সবাই সিলেটে চলে গেছেন বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ