জামালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:০৬:৩৮ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাদির (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগষ্ট ) দুপুরে ভীমখালী ইউনিয়নের লাল বাজাব থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাযায়, থানার এসআই (নিরস্ত্র) পঙ্কজ ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা ০৫নং ভীমখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদিরকে লালবাজার থেকে গ্রেফতার করেন। এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ