সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

সড়কে মৃত্যু থামছে না

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৫৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৫৫:৩৩ পূর্বাহ্ন
সড়কে মৃত্যু থামছে না
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সড়কপথে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে উপজেলার অভ্যস্তরীণ রাস্তাঘাট - সবখানেই দুর্ঘটনার ছোবল। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত ৪১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন, আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন নবজাতক, স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকও। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায়। পাশাপাশি যাত্রীবাহী বাস ও ট্রাকও দুর্ঘটনার তালিকায় শীর্ষে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কের অপ্রশস্ততা ও অবকাঠামোগত অনুন্নয়ন, ফিটনেসবিহীন অবৈধ যান চলাচল, লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী-পণ্য বহন, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইনের অকার্যকর প্রয়োগ - সব মিলিয়েই দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগের তথ্যমতে, জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট, সুনামগঞ্জ-রাণীগঞ্জ, দিরাই-মদনপুরসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহরের আরপিননগর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা জাহান খুশি (১৮) ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ¯েœহা চক্রবর্তী (১৭)। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশী রানী পাল (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের রমজান আলীর ছেলে সিএনজি চালক শফিকুল ইসলাম (৪৫)। হতাহতদের সবাই অটোরিকসার যাত্রী ও চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকসাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের (সিলেট ব-১১-০১১১) সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে গত ৩১ জুলাই সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেচান এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সালেক নামের এক যুবকের মৃত্যু হয়। ওইদিন বিকেলে তিনি ছাতক থেকে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফিরছিলেন। স্থানীয়রা জানিয়েছেন পিকআপ ভ্যানের বেপরোয়ার গতির কারণে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ জুলাই শান্তিগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কে সিএনজি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ প্রাণ গেছে ৪ মাস বয়সী এক নবজাতকের। এতে আহত হয়েছেন শিশুটির মা-সহ অন্তত ৮ জন। এলাকাবাসী জানিয়েছেন চালকের বেপরোয়া মনোভাব ও নিয়ন্ত্রণহীন গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সচেতনমহল বলছে, আইন প্রয়োগকারী সংস্থা ও পরিবহন খাতের উদাসীনতা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। অ্যাডভোকেট আমিরুল হক বলেন, যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাবে কি না তা নিয়েই সন্দিহান। অবৈধ যান ও অদক্ষ চালকের দৌরাত্ম্য এখনই বন্ধ করতে হবে। সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ স¤পাদক জুয়েল আহমদ জানান, অনুমোদনহীন যানবাহন সড়ক দখল করে রেখেছে, অথচ ট্রাফিক বিভাগ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ প্রসঙ্গে সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই মো. হানিফ মিয়া স্বীকার করেন, দুর্ঘটনা বেড়েছে। তিনি বলেন, চালকদের সচেতনতা বাড়াতে কার্যক্রম চলছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা