সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা সুনামগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলায় এক দিনে ১১ জন গ্রেফতার জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে: জেলা প্রশাসক চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কয়েকটি সুপারিশ জামিন পাননি সাবেক মন্ত্রী এমএ মান্নান পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত তাৎক্ষণিক ঋণ পেলেন কৃষক ও স্বল্প আয়ের মানুষ দোয়ারাবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের নিরাপত্তা পরামর্শ দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশের নিরাপত্তা পরামর্শ তথ্য পেলেই কাদের, নানক, হারুনকে গ্রেপ্তার ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধের আলটিমেটাম পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি ধর্মপাশায় কৃষকদলের আংশিক কমিটি অনুমোদন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে লিগ্যাল নোটিশ দ্রুততম সময়ে মামলার কার্য সম্পন্নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সহযোগিতা করতে হবে : সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে ইউপি সদস্যের মৃত্যু : পরিকল্পিত হত্যা বলছে পরিবার

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১১:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১১:২৫:২০ অপরাহ্ন
শান্তিগঞ্জে ইউপি সদস্যের মৃত্যু : পরিকল্পিত হত্যা বলছে পরিবার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম কুটি। দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি। গত বছরের ৩ ডিসেম্বর একই ইউনিয়নের সিচনী-ডাবরের মাঝামাঝি পাগলা-জগন্নাথপুর সড়কে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় থাকে। পরে স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তখন এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলতে চাইলেও এ মৃত্যু নিয়ে তখন থেকেই সৃষ্টি হয় ধূ¤্রজাল। ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা মানতে নারাজ নিহত কুটির পরিবার। তারা বলছেন, কোনো একটি পক্ষ অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে ফরিদুল ইসলাম কুটিকে হত্যা করেছে। তাই অধিকতর তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কুটি নিহত হওয়ার ঘটনাকে হত্যাকা- দাবি করে একটি মামলা দায়ের করে তার পরিবার। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র তদন্তাধীন। তবে, নিহত কুটির পরিবারের অভিযোগ মামলার তদন্তের কাজ খুব বেশি এগুচ্ছে না। মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শনিবার সকাল ১১টায় দরগাপাশায় আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ে একটি মতবিনিময় সভা করেন এলাকাবাসী। সভায় সভাপতিত্ব করেন- দরগাপাশা গ্রামের মুরব্বি ফখরুল ইসলাম চৌধুরী। নিহত ফরিদুল ইসলাম কুটির ছোট ভাই সিদ্দিকুর রহমান পাপ্পুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন চৌধুরী, ফজলে হোসেন সেলাল, মুরাদ চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী দিদার, মোফাজ্জল হোসেন চৌধুরী, শারন চৌধুরী, সদ্দর উল্লাহ, হাফিজ সবুজ মিয়া, মনফর উল্লাহ, আবদুস সত্তার, কুদরত উল্লাহ, মো. আলী চৌধুরী শাহ আলম, শ্যামল চৌধুরী, সজ্জাদুর রহমান, এওর চৌধুরী, বাদশা মিয়া, আবদুর রহমান জামী, মামুন চৌধুরী ও নূরাই মিয়াসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে কুটি হত্যার বিচারের দাবিতে একটি সংক্ষিপ্ত মিছিল করেন এলাকাবাসী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফরিদুর রহমান কুটি একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মৃতদেহ আমরা দেখেছি। সড়ক দুর্ঘটনার মৃত্যু আর এ মৃত্যুর মধ্যে দিনরাত তফাৎ। আমাদের ধারণা, পূর্ণ বিশ্বাস যে, কুটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেননি। কুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রথম থেকে পুলিশ ঘটনাটিকে অন্যখাতে প্রভাবিত করার চেষ্টা করেছে। একটি পরিকল্পিত হত্যাকা-কে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল তারা। শান্তিগঞ্জ থানার তৎকালীন ওসি নিহত কুটির পরিবারের লোকজনকে আক্রমণাত্মক কথা বলেছেন। মামলা নেওয়া তো দূরের কথা, সান্ত¦না দিয়ে দুটি কথা বলবেন তো দূরের কথা, তিনি বরং কুটির মৃত্যুকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেছেন। দীর্ঘ ৯ মাস পার হয়ে গেছে। বর্তমানে মামলাটি পিবিআইয়ে আছে। তবে দেখার মতো কোনো অগ্রগতি নাই। পিবিআইয়ের প্রতি আমাদের জোর দাবি, দ্রুত গতিতে যেন কুটি মিয়ার হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হয়। ফরিদুল ইসলাম কুটির ছোট ভাই সিদ্দিকুর রহমান পাপ্পু বলেন, আমরা নিশ্চিত আমার ভাইকে হত্যা করা হয়েছ। ভাইয়ের হত্যার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। এলাকায় পোস্টারিং করে বিচার চাইতে হচ্ছে। শান্তিগঞ্জ থানার সাবেক ওসি খালেদ চৌধুরী সাহেব আমাদেরকে মানুষের মূল্যায়নও করেন নি। এখন মামলাটি তদন্তের জন্য পিবিআইতে আছে। সুষ্ঠু তদন্ত করে আমার ভাইয়ের খুনিদের শাস্তি চাই। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন, মামলাটি বর্তমানে পিবিআইয়ের কাছে আছে। তারাই দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স