স্টাফ রিপোর্টার ::
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, শতবর্ষী গাছ হলো আমাদের অস্তিত্বের স¤পর্ক। আজ শতবর্ষী গাছ খোঁজে পাওয়া যায় না। তাই গাছ রোপণ করে তার সঠিক পরিচর্যা করতে হবে। তবেই আগামী প্রজন্ম শতবর্ষী গাছ পেতে পারে। তিনি বলেন, আমাদের পরিকল্পিত বনায়ন করতে হবে। যাতে আগামী দিনে রাস্তা নির্মাণ, ঘর নির্মাণ বা দেয়াল নির্মাণে গাছ কাটতে না হয়। বাড়ির সীমানা ঘেঁষে গাছ রোপণ করলে অন্যের সমস্যার কারণে গাছ কাটতে হয়। এটা যাতে না হয়, তাই পরিকল্পিত বৃক্ষ রোপণ করা উচিত। তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে গাছ লাগাতে হবে। এমন সঠিক পরিকল্পনা করে গাছ লাগালে আর কাটতে হবে না। সকলে মিলে বনায়ন গড়ে তোলতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম। সভা সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ-উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে র্যালি সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এ সময় আয়োজকেরা জানান, এবার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় বৃক্ষমেলায় গাছের চারা ক্রয় করা যাবে। সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান আগামী ১৩ আগস্ট বুধবার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সেরা নার্সারিকে পুরস্কার প্রদান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
পরিবেশ রক্ষা করতে গাছ লাগাতে হবে : জেলা প্রশাসক
- আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০০:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:০২:০৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ