সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৩ প্রাণ
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৩:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৩:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহরের আরপিননগর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা জাহান খুশি (১৮) ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ¯েœহা চক্রবর্তী (১৭)। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশী রানী পাল (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরি গ্রামের রমজান আলীর ছেলে সিএনজি চালক রসিদ মিয়া (৪৫)। হতাহতদের সবাই অটোরিকসার যাত্রী ও চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকসাটি শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ শহরে আসছিল। পথে বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের (সিলেট ব-১১-০১১১) সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যান। ওই বাসে থাকা ছোটন দাস নামের এক যাত্রী জানান, তিনি বাসের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন। বাহাদুরপুর এলাকায় যাওয়ার পর তার মনে হয়েছে, বাসটি হোঁচট খেয়েছে। পরে তারা দেখেন, বাসটি সড়কের একেবারে কিনারে দাঁড়িয়ে আছে এবং চালক ও চালকের সহকারী নেমে দ্রুত সেখান থেকে চলে যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ