স্টাফ রিপোর্টার ::
গত ৫ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহাগ মিয়ার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরসহ স্থানীয় জনসাধারণ। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। ওইদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আহত যোদ্ধাদের সম্মাননা, জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেল পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ফয়সাল আহমেদসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থান আহতবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১২:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২০:৫১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ