কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১১:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১১:০২ পূর্বাহ্ন

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ৬ আগস্ট সারাদেশের মতো বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারা জেলায় প্রায় তিন হাজার নিমের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ জেলার প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বিকেবি, জামালগঞ্জ শাখার নিজস্ব ভূমিতে সকাল সাড়ে নয়টায় নিমগাছ রোপণ করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এদিকে, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষিব্যাংক সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান খান ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন, বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মোস্তাক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার অর্থায়নে নিম জাতীয় বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ