ধোপাজানে অভিযান
অবৈধভাবে উত্তোলিত পাথর ফেলা দেয়া হল নদীতে
- আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০৮:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০৮:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে অভিযান চালিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ। তিনি বুধবার দুপুরে উপজেলা সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। এসময় কয়েকটি বারকি নৌকা থাকা অবৈধভাবে উত্তোলিত পাথর পুনরায় নদীতে ফেলে দেয়া হয় এবং এর সাথে জড়িতদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম ছাড় দেয়া হবে না। সরকারি নীতিমালা লঙ্ঘন করলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ