সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

লামাসানিয়া দাখিল মাদ্রাসার রাস্তা বেহাল, মাদ্রাসায় যেতে ভোগান্তি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০৭:০৫ পূর্বাহ্ন
লামাসানিয়া দাখিল মাদ্রাসার রাস্তা বেহাল, মাদ্রাসায় যেতে ভোগান্তি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লামাসানিয়া দাখিল মাদ্রাসা সম্প্রতি আলিম (একাদশ-দ্বাদশ শ্রেণি) পর্যায়ের পাঠদানে সরকারি অনুমোদন পেয়েছে। এতে প্রতিষ্ঠানটি নতুন করে শিক্ষার আলো ছড়ানোর সুযোগ পেলেও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর অর্ধ কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তা। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জানান, মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও গ্রাম পর্যন্ত সড়কটি এখনো কাঁচা ও ভেঙে পড়া অবস্থায় রয়েছে। বর্ষাকালে কাদায় পরিণত হওয়া এই রাস্তা দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন খুবই কষ্টে যাতায়াত করেন। এছাড়াও রাস্তার দুইদিকে পুকুর ও খালের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যেই মাদ্রাসায় আসা-যাওয়া করতে হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ বলেন, দোয়ারাবাজার উপজেলা সদরের একমাত্র দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে আমরা আলিম পর্যায়ের অনুমোদন পেয়ে গর্বিত। কিন্তু রাস্তার বেহাল অবস্থা আমাদের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে শিক্ষার্থীদের কাদামাটির রাস্তা পেরিয়ে মাদ্রাসায় আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সহকারী প্রধানশিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ও মাস্টার আবুল কালাম বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আলিম শ্রেণির অনুমোদন। সেটা বাস্তবায়িত হলেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাস্তার পাশাপাশি বহুতল একাডেমিক ভবনেরও জরুরি প্রয়োজন রয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান বলেছেন, মাদ্রাসা থেকে অর্ধকিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হয়। দ্রুত এই রাস্তার অন্তত অর্ধকিলোমিটার পাকাকরণ জরুরি। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলেই কাদায় পা ফেলার জায়গা থাকে না। জামাকাপড় নষ্ট হয়, বইপত্র ভিজে যায়। আমরা চাই, মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও পর্যন্ত রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়। এই প্রসঙ্গে দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসার আব্দুল হামিদ বলেন, লামাসানিয়া মাদ্রাসা সড়কের মুতির দোকান থেকে মাদ্রাসা পর্যন্ত অংশে পাকা রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি অংশ লামাসানিয়া মাদ্রাসা থেকে লাস্তবেরগাঁও পর্যন্ত সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা