স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সুনামগঞ্জ পৌরসভার পূর্বতেঘরিয়ার লম্বাহাটি এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে ও এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী আক্তার নেন্টু (৪৫)।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, আজ সোমবার (৪ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে ও এ এস আই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল জাবরুল ইসলাম, কাওছার আহমদ অন্তর, কনস্টেবল দিপক মুন্ডার সহযোগিতায় তেঘরিয়া লম্বাহাটি এলাকার একটি টিনশেড ভাড়াবাড়িতে অভিযান চালায়।
অভিযানে আলী আক্তার নেন্টুর কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নেন্টুর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৩৪:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৩৬:২৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ