মধ্যনগরে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক অনুষ্ঠান
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২১:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:২১:২৮ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
কুইজ, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, নাটিকা প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। শহিদদের স্মরণে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচির আওতায় রবিবার বেলা ১টার দিকে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহিদ আয়াতুল্লাহর বাবা সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৬০জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ