সুনামগঞ্জ , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে টাংগুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা কমিটি গঠিত তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে : সিলেটে আইজিপি সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা পোস্টমাস্টার মো. শাহজান স্মরণে আলোচনা সভা সমৃদ্ধ দেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে : মাহমুদুর রহমান পুলিশ সুপারের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন গবেষক মাহবুবুর রউফ নয়ন ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহ্বায়ক মনোনীত জগন্নাথপুরে গৃহবধূ নিহতের ঘটনায় মামলা দায়ের বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ ৭ আসামি খালাস

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক মো. আপ্তাব মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রথমআলো নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সমাজসেবক দেওয়ান গণিউল সালাদীন, সাজাউর রাজা সুমন, ব্যবসায়ী সামছু মিয়া, আলহাজ্ব নবী হোসেন পরশ, বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে মরহুম হাজী সৈয়দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার টেলিকম ওয়ার্ল্ড-এর স্বত্বাধিকারী এবং সদর উপজেলা সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব ইব্রাহীমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের মৃত্যুতে জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, বাজারের ব্যবসায়ী সমিতি, জেলা খেলাঘর, এলাহীবক্স মুন্সী স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য