রঙ্গারচরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈইগাঁও সুলেমানপুর গ্রামে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় কৃষক রফিকুল ইসলামের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় খায়রুল ইসলামকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা হলেন- রফিকুল ইসলাম (৪৫), কবির মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৩৮), খায়রুল ইসলাম (৩০) এবং কবির মিয়ার স্ত্রী শারমিনা বেগম (৩০)। অপরপক্ষের রিয়াজ উদ্দিন (৪০) নামেও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত রফিকুল ইসলাম জানান, আমাদের বসতবাড়ির আঙিনায় প্রতিপক্ষ সাবির উদ্দিন তার গৃহপালিত ভেড়া-ছাগল ছেড়ে দিলে তারা আমার লাগানো বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা খেয়ে ফেলে। আমি ছাগল সরাতে গেলে সাবির উদ্দিন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সে ও তার ভাই রিয়াজ উদ্দিন, হোসেন আলী, সফর উদ্দিনের স্ত্রী মদিনা বেগম এবং দুলাল মিয়ার স্ত্রী হানিফা বেগম আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আমার কান ও মাথার একাংশ কেটে যায়। আমার ভাইয়েরা উদ্ধার করতে এলে তাদেরও মারধর করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রফিকুল।
অভিযোগের বিষয়ে জানতে সাবির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ