সুনামগঞ্জ , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই : মাহবুবুর রহমান ৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ এনসিপির কেন শাপলাই চাই? সুনামগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব ৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি ‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস আর নেই

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:০১:০৪ পূর্বাহ্ন
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস আর নেই
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস আর নেই। হাওর ভাটির মাটিমূল মানুষের এই নেতা শনিবার সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। তার শেষকৃত্য শাল্লার নিজ গ্রাম মামুদনগরে অনুষ্ঠিত হবে। এদিকে অবনী মোহন দাসের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অবনী মোহন দাস মানুষের কাছে আস্থাভাজন ও প্রতিবাদী কণ্ঠের রাজনীতিবিদ ছিলেন। আওয়ামী লীগের একজন সংগ্রামী, মানবিক ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলের তিলে তিলে। হাওর অঞ্চল তথা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন আমৃত্যু। পড়ালেখার পাঠ চুকিয়ে আইনপেশায় নিয়োজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েননি তিনি। মানুষের ভালোবাসা ও আস্থায় ভোটের মাঠে নিজের অপ্রতিদ্বন্দ্বী ইমেজ গড়ে তোলেন। এই ইমেজ নিয়ে বারবার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। শিক্ষা জীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৭৪ সালে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে এমসি কলেজ, সিলেট থেকে এইচএসসি পাস করেন। এরপর দর্শনে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন এমসি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। পরে এলএলবিও স¤পন্ন করেন। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলা বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। অ্যাড. অবনী মোহন দাস রাজনীতি ও আইনপেশা চালিয়ে গেছেন সততার সাথে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হননি কখনো। এলাকায় শালিসি ব্যক্তিত্ব হিসেবে সর্বজন গ্রহণযোগ্য ছিলেন তিনি। দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ২০২৪ সালের ৮ মে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ জানুয়ারি তাকে একটি মামলায় আসামি করে কারাগারে নেওয়া হয়। এর মধ্যে আরেকটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি তাকে আসামি করা হয়। অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি শনিবার না ফেরার দেশে চলে গেছেন। অ্যাডভোকেট অবনী মোহন দাসের মৃত্যুতে শোক জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স