সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩২:৪০ পূর্বাহ্ন
অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সহকারী জজ শম্পা ইসলামের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
স্বাগত বক্তব্যে তিনি ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান। এরপর বিগত জানুয়ারি-জুন/২০২৫ পর্যন্ত সুনামগঞ্জ জজশিপে মামলা দায়ের ও নিষ্পত্তি সংক্রান্তে পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন। উক্ত সময়ের ম্যাজিস্ট্রেসির পরিসংখ্যান উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরবর্তীতে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এবং এ বিষয়ে ফৌজদারি মামলা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। প্রতিবন্ধকতা হিসেবে আদালতের অপর্যাপ্ততা, অপ্রতুল লোকবলসহ বেশ কিছু দিক চিহ্নিত করা হয়। এরপর সভাপতির পরিচালনায় আলোচ্যসূচির উপর উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দসহ, সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা পরিদর্শক সেন্টু রঞ্জন নাথসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা, আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার (পিবিআই) মুহাম্মদ খালেদ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তাপস শীল, যুগ্ম জেলা ও দায়রা জজবৃন্দ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজবৃন্দ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সুনামগঞ্জ জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (উজ্জ্বল), জিপি, পিপি মল্লিক মঈন উদ্দিন সোহেলসহ সরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অতিথিদের বক্তব্যে অংশ নিয়ে বার সমিতির সাধারণ স¤পাদক, পিপি, জিপি, বার সমিতির সভাপতি, এডিসি (আইসিটি ও শিক্ষা), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ধর্মপাশা চৌকি আদালত, পুলিশ সুপার, পিবিআই, পুলিশ সুপার, সিও ২৮ বিজিবি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বক্তব্য রাখেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির ধর্মপাশা চৌকি আদালতে এপিপি নিয়োগদানসহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাইব্যুনালের কার্যক্রম ও নিষ্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পার¯পরিক সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সমন্বয় অপরিহার্য এবং এ বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট সকলে প্রতিশ্রুতিব্ধ। এজন্য তিনি প্রত্যেকটা বিভাগকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। সবশেষে সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা