সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
১৮০০ ঘনফুট বালু ও পাঁচটি নৌকা জব্দ, গ্রেফতার ১৫
- আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীর পৃথক দুটি স্থান থেকে অ্যাস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শুক্রবার (১ আগস্ট) সকালে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ ঘনফুট বালু, পাঁচটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকায় ১৫জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুর রহমান বলেন, উপজেলার তেলিপাড়া গ্রামের জামে মসজিদের সামনে থাকা সোমেশ্বরী নদীতে ও উপজেলার মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীর দুটি স্থান থেকে গত বুধবার সকাল থেকে অবৈধভাবে চারটি অ্যাস্কেভেটর দিয়ে বালু উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ থেকে ২০জন ব্যক্তি। এমন অভিযোগ পেয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত উপজেলার তেলিপাড়া গ্রামের সামনে ও মধ্যনগর বাজারের আখড়াঘাটের সামনে থাকা সোমেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে অ্যাস্কেভেটরগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অভিযান চলাকালে এক হাজার ৮০০ ঘনফুট বালু, পাঁচটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা ও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় শুক্রবার দুপুরে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতার হওয়া ১৫জন আসামিকে ওইদিনই আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ