বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের জেলা কমিটি গঠন
- আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৪০:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৪০:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে প্রসেনজিৎ দে পিনু সভাপতি এবং সন্তোষ কুমার চন্দ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নিখিল দেবনাথ, স্বপন কুমার রায়, দ্বীপন কুমার তালুকদার, রাবেন্দু রঞ্জন তালুকদার, নবেন্দু তালুকদার, হিমাদ্রী রায় প্রান্ত, বাবুল আচার্য্য, সুজন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বণিক, সঞ্জয় তালুকদার, সুচিত্রা চৌধুরী, দেবপ্রিয়া পাল, কোষাধ্যক্ষ সমীর কান্তি দে, সহ-কোষাধ্যক্ষ কিরণ রায় বাপন, সাংগঠনিক সম্পাদক মানস কান্তি তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক স্বর্ণশ্রী চৌধুরী, মৃদুল রায়, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ তালুকদার শুভ্র, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৌরভ দাশ, সুবীর বণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কর্ণ বাবু দাশ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রেমানন্দ দাশ, তপু পাল, মহিলা সম্পাদিকা শুক্লা রায় চৌধুরী, সহ-মহিলা সম্পাদিকা শ্রাবন্তী তালুকদার, বনানী তালুকদার, সুমা সাহা, শান্তা তালুকদার, শুক্লা দাশ, সন্ধ্যা রানী সরকার, মলি রায়, সুমনা তালুকদার, নিশা চন্দ, আপ্যায়ন সম্পাদক বাবলু বণিক, সহ-আপ্যায়ন সম্পাদক তপন কর্মকার। সদস্যবৃন্দ হলেন- অণীশ তালুকদার বাপ্পু, মিহির কান্তি চন্দ, নিমাই চাঁদ চৌধুরী, রাজন রায়, মুক্তিপদ রায়, বিপ্লব রায়, বিধান চন্দ্র বণিক বাঁধন, প্রীতিভূষণ চক্রবর্র্ত্তী, সুমন সাহা, বিজয় বণিক জয়, সজীব রঞ্জন দাস, সন্তোষ দাস, অমর দাস, প্রবাল চন্দ্র তালুকদার, দুর্গা পদ ঋষি, সৌরভ চৌধুরী অয়ন।
উপদেষ্টা হিসেবে রয়েছেন- পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, বিজন সেন রায়, গৌরী ভট্টাচার্য্য, বিমলাংশু রায়, অঞ্জন চৌধুরী, চন্দন চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মলয় কান্তি চক্রবর্তী, বিমান কান্তি রায়, কুলেন্দু শেখর দাস, পংকজ কান্তি দে, দেবাংশু শেখর দাস, বিমল বণিক, সসীম কান্তি সিংহ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ