আজ খেলাঘরের বিভাগীয় কর্মশালা
- আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:১৪:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:১৪:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আজ ১ আগস্ট সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই ৪ জেলার বিভাগীয় কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার সংগঠকরা উপস্থিত থাকবেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিভাগীয় সমন্বয়ক বিজন সেন রায়। জেলার সাধারণ স¤পাদক ও জাতীয় পরিষদ সদস্য ও বিভাগীয় সদস্যসচিব রাজু আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য বাদল রায়।
বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে খেলাঘর সংগঠকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ দেবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য ড. মোহম্মদ আবু সাঈদ, বিজ্ঞান ও পরিবেশ, প্রশিক্ষক এবং স¤পাদক ম-লীর সদস্য মাহবুবুর রহমান শিপন।
সম্পাদকম-লীর সদস্য, সংগঠন ও সংগঠক প্রশিক্ষক হিসাবে থাকবেন আক্তার হোসেন ও তাহাজুল ইসলাম ফয়সাল। উক্ত কর্মশালায় শতাধিক সংগঠক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ