আগামী পাঁচ থেকে ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব
- আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:০৯:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:০৯:১০ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ থেকে ছয় দিন অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অনেক কিছুই স্পষ্ট হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই সংবেদনশীল সময়। এই সময়ে আমরা বুঝতে পারব, দেশ কোন দিকে যাচ্ছে।
তিনি নিশ্চিত করেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের অবস্থান দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া, তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স¤পর্কে বলেন, অভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় আনা ছিল বড় চ্যালেঞ্জ। সরকার তা সফলভাবে করেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, এক বছরে কতটুকু সফল কতটুকু ব্যর্থ তা আপনারাই মূল্যায়ন করবেন। আমরা বিধ্বস্ত দেশ পেয়েছি। এ সরকার চেষ্টা করেছে সিস্টেমে আনতে। সে হিসেবে এ সরকার সফল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটার একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ