সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একীভূতের চিন্তা এনসিপি ও গণঅধিকার পরিষদের সবজির দাম চড়া, বিপাকে নিম্ন আয়ের মানুষ ঢল ও বৃষ্টিতে আমন জমিতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষক টাঙ্গুয়ার হাওরে পর্যটনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে ৯ ধরনের মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে : পরিকল্পনা উপদেষ্টা সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় গরু জব্দ চার আদিবাসী গ্রামে সুপেয় পানির সংকট সুরমার তীরে ময়লার ভাগাড় টাঙ্গুয়ার ‘দম যায় যায়’ অবস্থা দলগুলোর মতানৈক্য : মাঠে গড়াচ্ছে রাজনীতি পূর্ব ও পশ্চিম নতুনপাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবি শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা দেখার হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় পথে যেতে যেতে : পথচারী হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর ‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

বিএনপি গণমানুষের জন্য রাজনীতি করে : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন
বিএনপি গণমানুষের জন্য রাজনীতি করে : কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার ::
কোনো চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ স¤পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। তিনি বলেন, বিএনপি এমন একটি দল যে দল দেশের গণমানুষের জন্য রাজনীতি করে। দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গণমানুষের পক্ষে কাজ করেছে বিএনপির নেতাকর্মী। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে গুম-খুনের সাথে স¤পৃক্ত ছিলো তারা বিএনপির মেম্বারশীপ নিতে পারবে না। বিএনপি এবার প্রথমবারের মতো উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে। বিএনপি চায় সুশৃঙ্খল দল। নতুন সদস্যদের আবেদন ফরম যাচাই-বাছাইয়ের জন্য একটু স্ক্রুটিনি টিম থাকবে। যারা স্ক্রুটিনি করে দেখবেন আবেদনকারী ফ্যাসিস্টের সহযোগী ছিলো কি না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিলো কি না, দুর্নীতিবাজ কি না। এমন অপরাধের প্রমাণ মিললে তাদেরকে বিএনপির সদস্য করা হবে না। এক্ষেত্রে সতর্ক থাকতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। কয়ছর এম আহমেদ বলেন, আপনারা দেখবেন অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। দেশবাসী দেখছে কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাদের গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কয়ছর এম আহমেদ বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই দলে অসংখ্য নেতাকর্মী আছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবো।
সভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স