ধর্মপাশায় হারপি প্রকল্পের অবহিতকরণ সভা
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫৩:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫৩:৩২ অপরাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
দুর্যোগকালীন সময়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সুবিধা বঞ্চিত মানুষজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হারপি প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এই আয়োজন করে। প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। স্বাগত বক্তব্য দেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক সুমন রুরাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ