সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক দুই মাসের মধ্যে সব খাস জমির হিসাব নেওয়া হবে : পরিকল্পনা উপদেষ্টা সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় গরু জব্দ চার আদিবাসী গ্রামে সুপেয় পানির সংকট সুরমার তীরে ময়লার ভাগাড় টাঙ্গুয়ার ‘দম যায় যায়’ অবস্থা দলগুলোর মতানৈক্য : মাঠে গড়াচ্ছে রাজনীতি পূর্ব ও পশ্চিম নতুনপাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবি শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা দেখার হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় পথে যেতে যেতে : পথচারী হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর ‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর
সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:২০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:২১:৪৫ পূর্বাহ্ন
শিক্ষকের বিরুদ্ধে গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ উল আলমের বিরুদ্ধে বিগত সরকার কর্তৃক আরোপিত ‘দমন ও নিপীড়নমূলক’ অভিযোগ প্রত্যাহার করে তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত ‘অন্যায্য’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ ফারাবী, রাশেদুল হক জিসান, আসাদুর রহমান এবং ফয়েজ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, ড. আরশাদ উল আলম একজন গুণী, জনপ্রিয়, শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি একজন খ্যাতনামা বিজ্ঞান গবেষক। তাঁদের দাবি, বিগত স্বৈরাচারী সরকারের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট করায় তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জে বদলি করা হয়। একই সাথে বেতনও কমানো হয়। শিক্ষার্থীরা বলেন, উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের তদবিরের মাধ্যমে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ‘অন্যায্য ও অসম্মানজনক’। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে ড. আরশাদ উল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার, গৃহীত ‘অন্যায় ও অসম্মানজনক’ সিদ্ধান্ত বাতিল এবং তার পদোন্নতিসহ যাবতীয় সুযোগ-সুবিধা বহাল করার জোর দাবি জানান। এসময় শিক্ষার্থী সাইফ আহমদ, আরমান আহমেদ রুহান, মাহবুবা সাদিয়া, আখি মজুমদার, তানভীর মাহমুদ, নাবিল আহমদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ড. মো: আরশাদ উল আলম) সহযোগী অধ্যাপক (প্রাণিবিদ্যা), সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ (প্রাক্তন সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম) এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(৩) অনুযায়ী “অসদাচরণ” ও “নাশকতামূলক” কার্যকলাপের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় একই বিধিমালার ৪(২) (১) (ঘ) বিধি মোতাবেক গত ১৮/০৭/২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২ (দুই) বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’ লঘুদন্ড-প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ড. আরশাদ উল আলম এই আদেশের বিরুদ্ধে দন্ডাদেশ মার্জনা করার জন্য গত ২৪/০৯/২০২৪ তারিখে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পুনর্বিবেচনার আবেদন করলে রাষ্ট্রপতি তার আবেদন নামঞ্জুর করে পূর্বের দন্ড বহাল রাখেন। দন্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে তাঁর বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে প্রত্যাবর্তন করবেন, তবে তিনি বকেয়া কোনো আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স