সুনামগঞ্জ , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা অ্যাড. আব্দুল হকের গণসংযোগ নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা ‘কপি-পেস্ট’ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা ৩ দিনের রিমান্ডে জমিয়ত নেতা আব্দুল হাফিজ তৃণমূলে আরও শক্তিশালী হচ্ছে বিএনপি কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ছায়ানটে গাইবেন রণেশ ঠাকুর ও সোহেল রানা দোয়ারাবাজারে ট্রাকজটে করুণ মৃত্যু মায়ের কোলেই নিভে গেল নতুন প্রাণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়! জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি

ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শাহ জামান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। ধর্মপাশা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সোনামড়ল, চন্দ্র সোনার থাল, জয়ধনা, ধানকুনিয়া, কাইলানী, গুরমা ও রুই বিল এই সাতটি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ৭ মার্চ শেষ হয়। চলতি বছরের ২০ মে রাত অনুমান আটটা থেকে ২৮ মে অনুমান ভোর রাত সাড়ে চারটার মধ্যে রাতের আঁধারে মাছ শিকারের উদ্দেশে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি উপজেলার জয়ধনা হাওরের ফসলরক্ষা বাঁধের ৮ নম্বর প্রকল্প কাজের একটি অংশ এবং সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের ১৫ নম্বর প্রকল্প কাজের দুটি স্থান কেটে দেয়। এর ফলে উপজেলার মুক্তারপুর ও সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মধ্যবর্তী থাকা চুনাই সেতুটি ধসে পড়ে। এতে সরকারি প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে গত ২ জুলাই ধর্মপাশা থানায় একটি মামলা করেন। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে শনিবার সন্ধ্যা সাতটা বেজে ১০মিনিটের সময় তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় গত ২ জুলাই সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এই মামলায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা শাহ জামান মিয়াকে শনিবার সন্ধ্যা সাতটা বেজে ১০মিনিটের সময় সরিষাকান্দা ইসলামপুর বাজার থেকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা

নেই পোকামাকড়ের শঙ্কা, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের সম্ভাবনা