সুনামগঞ্জ , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে ১২টি হাউসবোটকে দুই লক্ষাধিক টাকা জরিমানা বাবর ভাই, কাজটা আপনার ঠিক হয়নি : ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিতে চাঁদাবাজদের স্থান নেই : কয়ছর এম আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ যে ছেলেটি ‘মানুষ’ শব্দটিকে অর্থপূর্ণ করে তুলেছে বিএনপি নেতাকর্মীদের ‘মাঠের কথা’ সমাবেশে পদবঞ্চিত নেতাদের বিপুল উপস্থিতি জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঢেউ টিন বিতরণ বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখতে উঠেপড়ে লেগেছে ঠিকাদারের লোকজন তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক আফটার স্কুল মাকতাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে : আখতার হোসেন রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না : হাসনাত আবদুল্লাহ মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম এনসিপি’র পদযাত্রা ও পথসভা সুনামগঞ্জকে মডেল জেলায় উন্নীত করা হবে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

একজন আক্তার, যে মানুষ হয়ে উঠেছে আশ্রয়

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ পূর্বাহ্ন
একজন আক্তার, যে মানুষ হয়ে উঠেছে আশ্রয়
এই যুগে যখন সভ্যতা প্রযুক্তির চূড়ায় পৌঁছে গেছে, তখনও মানবতা কাঁদছে ক্ষুধার্ত ভবঘুরে আর রাস্তার পাশে আহত হয়ে কাতরানো কুকুরের চোখে। ঠিক এই প্রেক্ষাপটে একজন দরিদ্র রিকসাচালক যুবকের নাম আমাদের বিবেকে নাড়া দেয়- আক্তার মিয়া। তার গল্প শুনলে মনে হয়, এখনো মানবতা মরেনি। বরং বেঁচে আছে কিছু দরিদ্র অথচ হৃদয়ে ধনী মানুষের প্রাণভোমরায়। সুনামগঞ্জ শহরের এক কোণে, এক পঙ্গু কুকুরের পাশে দাঁড়িয়ে যে যুবকটি প্রতিদিন ৫-৬ বার গিয়ে ওষুধ দিচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, ককশিট বদলাচ্ছেন, দুর্গন্ধ যাতে না ছড়ায় সে ব্যবস্থা করছেন - তিনি কোনো এনজিও কর্মী নন, কোনো সরকারি স্বাস্থ্যকর্মীও নন। তিনি রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর দৈনিক আয় থেকেই ব্যয় করেন কুকুরটির ওষুধ-পথ্য ও ভবঘুরে মানুষের খাদ্যের জন্য। দ্রুতগতির এক সভ্যতায় যেখানে মানুষ নিজের বৃদ্ধ বাবা-মায়ের পাশেও দাঁড়াতে নারাজ, সেখানে আক্তারের এই প্রাণিসেবা ও মানুষপ্রীতি আমাদের চোখে জল এনে দেয়। কুকুরটি যখন দুর্ঘটনায় আহত হয়, তখন রিকসা থামিয়ে যাত্রী নামিয়ে দিয়ে সে প্রাণীটিকে কোলে তুলে নিয়েছিলেন। শহরের ফুটপাতে এক দোকানের সহানুভূতিশীল মালিক আব্দুর রহমানের দোকানই এখন তাঁর রাতের আশ্রয়স্থল। আক্তার এখানে থাকেন কেবল কুকুরটির সেবা করতে সহজ হয় বলেই। তবে আক্তারের দৃষ্টিভঙ্গি এখানেই শেষ নয়। তাঁর চোখে স্বপ্ন- একটি স্থানীয় ‘জীবপ্রেমী টিম’ গঠনের। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এমন একটি দল গড়ে উঠলে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমার টাকা-পয়সা নেই, তবে বিবেক আছে।” এমন নিরেট সততা ও দায়িত্ববোধ আজকের বাংলাদেশে দৃষ্টান্ত হবার মতো। আমাদের সমাজে যখন প্রতিদিন পশু নির্যাতন, ভবঘুরেদের প্রতি অমানবিক আচরণ এবং সহানুভূতির সংকট দেখা যায় - তখন আক্তারের মতো একজন মানুষের অস্তিত্ব আমাদের আশা জাগায়। তাঁর মতো মানুষদের পাশে দাঁড়ানো, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে নীতিনির্ধারকদের অগ্রণী ভূমিকা নেওয়া জরুরি। সুনামগঞ্জ জেলা প্রশাসন চাইলে একটি ‘জীবন ও প্রাণী সেবা ইউনিট’ গঠন করতে পারে, যার অংশ হতে পারে আক্তার ও তাঁর মতো জীবনঘনিষ্ঠ মানুষরা। এই উদ্যোগ হতে পারে সারাদেশে একটি মানবিক দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক

ভাঙা রেলিং, সরু পথ, দোয়ারাবাজার-শরীফপুর সেতু যেন প্রতিদিনের আতঙ্ক