স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আকসা কিন্ডারগার্টেনের ‘আফটার স্কুল মাকতাব সুনামগঞ্জ’ শাখার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ আরপিন নগরের বারী মঞ্জিলে অবস্থিত আল-আকসা কিন্ডারগার্টেন ক্যাম্পাসে স্কুলগামী ছাত্রছাত্রীদের ‘আফটার স্কুল মাকতাব’ শাখার আয়োজনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে মাওলানা সা’আদ-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মো. আওলাদ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা আশরাফ উদ্দিন, আল আকসা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাওলানা আলী খান, তানযিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান মাহমুদ, অভিভাবক আব্দুল ওয়াহাব, মুরাদ আহমেদ খান, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, হুসাইন আহমদ খোকন, জয়নাল আবেদিন, পারভেজ সর্দার, মাওলানা নূর মোহাম্মদ মাসুম, দেওয়ান মাসুম রাজা চৌধুরী প্রমুখ।
এসময় অভিভাবকরা ছাত্রছাত্রীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
আল-আকসা কিন্ডারগার্টেন
আফটার স্কুল মাকতাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৪৭:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:০৪ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ