সুনামগঞ্জ , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঢেউ টিন বিতরণ বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখতে উঠেপড়ে লেগেছে ঠিকাদারের লোকজন তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক আফটার স্কুল মাকতাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে : আখতার হোসেন রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না : হাসনাত আবদুল্লাহ মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম এনসিপি’র পদযাত্রা ও পথসভা সুনামগঞ্জকে মডেল জেলায় উন্নীত করা হবে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সংশোধিত অধ্যাদেশ জারি : সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর শান্তিগঞ্জে ইনসেপশন সভা অনুষ্ঠিত মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে প্রার্থনা সাচনাবাজারে নতুন রাস্তা নির্মাণের দাবি আগামীর স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা দিবেন নেতৃবৃন্দ সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার, লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটানো ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাইলস্টোনের বাতাসে পোড়াগন্ধ

মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৫:৫৮ পূর্বাহ্ন
মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা আমাদের একটি ফ্যাসিবাদী-ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। একটি অকার্যকর রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি। মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নাহিদ বলেন, মুজিববাদ এ দেশে চলবে না। বাংলাদেশের মানুষ গত ৫ আগস্ট মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। জনগণ তাদের বিতাড়িত করে দেশ ছাড়া করেছে। তাদের (আওয়ামী লীগের) ফাঁদে আর কেউ পা দিবে না। এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে - আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে মুজিববাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে না, চলতে দেওয়া হবে না। মুজিববাদকে কেবল আইন দিয়ে মোকাবিলা করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের দ্বারপ্রান্তে রয়েছি। আমরা যারা এখন দাঁড়িয়ে কথা বলছি, দেশবাসী আমাদের চিনতো না, কিন্তু ইতিহাস ও সময় আমাদেরকে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। বিগত ১৬ বছরে চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গণহত্যা, গুম-খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দ এই লড়াইকে এগিয়ে নিতে পারছিলেন না। অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। কোটা আন্দোলন থেকে ছাত্র জনতা এক দফার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দিয়েছেন। দেশের মানুষ আমাদের উপর আস্থা রেখে গত ৫ আগস্ট আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকায় মার্চ করতে গিয়েছেন। আপনারা গণভবন ঘেরাও করেছে শেখ হাসিনাকে উৎখাত করেছেন। এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বিজয়ের প্রকৃত বিজয়ী হচ্ছেন এদেশের সাধারণ জনগণ। আমাদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। আমরা একটা নতুন বাংলাদেশের বন্দোবস্ত না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই বাংলাদেশ হবে সাম্য ও বৈষম্যহীন। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের পরিবহন ব্যবস্থাসহ অন্য সব সেবা খুবই নাজুক, যা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অর্জন। সেই নাজুক রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করাই মূল লক্ষ্য এনসিপির। তিনি আরও বলেন, এই সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে। আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায় করা হবে। এর আগে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে পথসভার মঞ্চে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপির শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে এসে পৌঁছান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম

মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম