সুনামগঞ্জ , রবিবার, ২৭ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফটার স্কুল মাকতাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশে নানাভাবে প্রবেশ করার চেষ্টা করছে : আখতার হোসেন রাজা যায় রাজা আসে কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হয় না : হাসনাত আবদুল্লাহ মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম এনসিপি’র পদযাত্রা ও পথসভা সুনামগঞ্জকে মডেল জেলায় উন্নীত করা হবে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সংশোধিত অধ্যাদেশ জারি : সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর শান্তিগঞ্জে ইনসেপশন সভা অনুষ্ঠিত মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে প্রার্থনা সাচনাবাজারে নতুন রাস্তা নির্মাণের দাবি আগামীর স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা দিবেন নেতৃবৃন্দ সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার, লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটানো ১৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাইলস্টোনের বাতাসে পোড়াগন্ধ দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আমরা ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই : জেলা প্রশাসক জলমহাল লুট ঠেকাতে প্রশাসনের দ্বারে মৎস্যজীবীরা

এনসিপি’র পদযাত্রা ও পথসভা সুনামগঞ্জকে মডেল জেলায় উন্নীত করা হবে

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৫:০৬ পূর্বাহ্ন
এনসিপি’র পদযাত্রা ও পথসভা সুনামগঞ্জকে মডেল জেলায় উন্নীত করা হবে
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ২টায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জুলাই পদযাত্রার যুগ্ম সদস্য সচিব অনিক রায়।
পথসভায় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সংগঠক জাহিদুল ইসলাম, সালেহ উদ্দিন, সাদিয়া ফারজানা দিনা, রাসেল আহমেদ।

সভাপতির বক্তব্যে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল এই ছাত্র-জনতা। অবহেলিত সুনামগঞ্জের মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র হাতকে শক্তিশালী করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের হাত শক্তিশালী করবো।
তিনি বলেন, সুনামগঞ্জে আর কোনো চাঁদাবাজি হবে না। সকলে মিলে তা প্রতিরোধ করবো।
পথসভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জুলাই যোদ্ধা শহীদ পরিবারের মর্যাদা এখনো রক্ষা করা হয় নাই। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করতে দেশে আন্দোলন হয়েছিল। তিনি বলেন, গত সপ্তাহে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। তা সঠিক তদন্ত করতে হবে। সকলে মনে রাখবেন প্রতিটি জুম্মার দিন হবে আমাদের সংগ্রামের দিন।
মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সুনামগঞ্জের ভূমি ৭ মাস পানির নিচে থাকে। ৫ মাস চাষ করে ১২ মাস চলতে হয়। কত কষ্টে জীবন জীবিকা করছে এই অবহেলিত জনপদ। তিনি বলেন, সরকার যায়, সরকার আসে। কিন্তু কোনো পরিবর্তন নেই সুনামগঞ্জের মানুষের জীবন জীবিকায়। জনমানুষের উন্নয়নে উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে কমিটি গঠন করুন। তিনি বলেন, প্রশাসনের মধ্যে একটি অংশ আছে। তারা প্রশাসনকে বিতর্কিত ভূমিকায় রাখতে চায়। এদেরকে প্রতিহত করতে হবে। জুলাই পদযাত্রার যুগ্ম সদস্য সচিব অনিক রায় বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই দল গঠন করা হয়েছে। এটা কৃষকের সংগঠন, শ্রমিকের সংগঠন, দিনমজুরের এবং আপামর জনসাধারণের সংগঠন এনসিপি। তিনি বলেন, জমিতে পানি আসলে মালিক হয় সরকার। আমাদের জমিতে মাছ শিকার করা হয়। বালু-পাথর উত্তোলন করা হয়। তিনি বলেন, সুনামগঞ্জকে একটি মডেল জেলায় পরিণত করা হবে। এই জন্য এনসিপিকে শক্তিশালী করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। শেখ হাসিনা সরকারে উন্নয়নের গল্প শুনাতো। আসলে কোনো টেকসই উন্নয়ন হয়নি। চিকিৎসা সেবার ভাল ব্যবস্থা করতে পারেনি। ছিল লুটপাট। তিনি বলেন, আজ অর্থের অভাবে শিক্ষা অর্জনে বাধার সম্মুখিন হচ্ছেন শিক্ষার্থীরা। আজ অফিসে সঠিক সেবা পাচ্ছে না। ন্যায়বিচার পাচ্ছে না। আমাদের নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে অফিস আদালত সাজাতে হবে। নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুর্নীতি হচ্ছে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া যাবে না। আওয়ামী লীগকে মাথা উচাতে দেয়া যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই যুদ্ধের প্রায় ১ বছর হতে যাচ্ছে। ওই সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনে যোগ দিয়েছিল। তাদেরকে হাসিনা সরকারকে উৎখাত করেছিল। তিনি বলেন, আমাদের নতুন বাংলাদেশের বন্দোবস্ত না আসা পর্যন্ত আন্দোলন করে যেতে হবে সকলে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, একটি ফিটনেটবিহীন রাষ্ট্র শেখ হাসিনা উপহার দিয়েছিল। এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তিনি বলেন, মুজিববাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে হবে। মুজিববাদ মানে জমি দখলের রাজনীতি, খুন, ধর্ষণ, লুটরাজ, ঘুষ, দুর্নীতির না মুজিববাদ। তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে বিভাজন হতে দেয়া যাবে না। জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে। তিনি বলেন, সুনামগঞ্জ হাওর-বাওরের জেলা। এই জেলা উন্নয়ন করতে হবে। হাওরগুলোকে রক্ষা করে উন্নয়ন করতে হবে। সুনামগঞ্জকে নতুনভাবে গড়ে তোলবো আমরা। মডেল সুনামগঞ্জ দেখতে চাই। তবে জুলাই গণআন্দোলনের ফ্যাসিবাদদের উৎখাত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম

মুজিববাদ বাংলাদেশে চলবে না : নাহিদ ইসলাম