সুনামগঞ্জ , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণœ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

আমরা ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন
আমরা ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই : জেলা প্রশাসক
শান্তিগঞ্জ প্রতিনিধি :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা অনুকরণীয় যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই চমৎকার। আমরা জেলাব্যাপী এই পরীক্ষা নেওয়ার চিন্তা করছি। এই পদ্ধতিকে সামনে রেখে অচিরেই শিক্ষা কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার সকল প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলবো। পরে সিদ্ধান্ত নেবো কীভাবে জেলায় প্রাথমিকের শিক্ষার মান আরো ভালো করা যায়। সেই সাথে শিক্ষকদেরও আমরা আরো প্রশিক্ষিত, মানসম্মত করে গড়ে তুলবো। আমরা জেলায় ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই। একজন ভালো শিক্ষকই ভালো শিক্ষার্থী গড়ে তুলতে পারেন। বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যেহেতু শিশুদেরকে আপনাদের কাছে পাঠাই সেহেতু ভালো মন্দের প্রথম দায়ভার কিন্তু আপনাদেরই। এটাও অস্বীকার করা যাবে না। একজন শিক্ষক সর্বোচ্চ সম্মানের অধিকারী। কিন্তু সে সম্মান অর্জন করার সক্ষমতা আপনার থাকতে হবে। উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষা সম্মিলনে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও ইশাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহপারা প্রীতমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাশ, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, শিক্ষার্থী অভিভাবক জাহাঙ্গীর আলম, তেঘরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আদিব হোসেন ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও ইভা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওয়াজিহা আক্তার তানহা ও গীতা পাঠ করেন অনুশ্রী সূত্রধর। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ইউএনও সুকান্ত সাহা কর্তৃক নেওয়া ‘বেসিক নলেজ টেস্ট’-এ প্রথম ৫টি স্কুল, বিষয় ভিত্তিক ৬০ জন শিক্ষক ও ৩৩৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক, সনদপত্র, শিক্ষা উপকরণ ও ৪টি করে ফলদ গাছ দেওয়া হয়। গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল ও বেল গাছ ছিল। এছাড়াও এ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৫৭টি প্রাথমিক বিদ্যালয়কে প্রাক-প্রাথমিকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা

ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা