মাইলস্টোনে ৮ ঘণ্টা অবরুদ্ধ,
 
                                  
                     
                            
                               সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ওইদিন সকালে সেখানে পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে অবরুদ্ধ করে রাখে তাদের।
এর আগে সকাল থেকে তারা মাইলস্টোন ক্যা¤পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। দুপুর ১টা ১০ মিনিটে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়ে প্রশাসনিক ভবনের ভেতরে পাঠিয়ে দেয়। তখন পুলিশের পক্ষ থেকেও পাল্টা ধাওয়া দেওয়া হয়। শিক্ষার্থীরা মূল ফটকের নিয়ন্ত্রণ নেয় এবং কলেজ ভবনে প্রবেশের চেষ্টা করে।
শিক্ষকরা ঘটনাস্থলে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েননি। সর্বশেষ অতিরিক্ত পুলিশ ও র্যাব প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় ক্যাম্পাস থেকে। পরে বেলা সাড়ে ৩টার দিকে দুই উপদেষ্টা, প্রেস সচিবসহ পুলিশ কর্মকর্তারা বেরিয়ে যান। সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যম্পাসে ফিরে যেতে বাধ্য হন।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                