সুনামকণ্ঠ ডেস্ক ::
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০, ঢাকা মেডিক্যালে আহত ৩, নিহত ১, ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত একজন, ইউনাইটেড হাসপাতালে আহত দুই জন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিন জন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মাইলস্টোন স্কুলে বিমান ট্র্যাজেডি নিহতের সংখ্যা বেড়ে ৩১
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪২:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ