সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন
সাংবাদিকদের আসামি করায় সাংবাদিক সংগঠনের নিন্দা ও ক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে সুনামগঞ্জের মূলধারার গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। তারা নিরপরাধ সাংবাদিকদের মামলার আসামি করে হয়রানি করায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার জনৈক হাফিজ আহমদ গত ৪ আগস্ট ছাত্রজনতার মিছিলে আওয়ামী লীগ ক্যাডার ও পুলিশের আক্রমণে তার ভাই জহির আলী আহত হওয়ার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ’র নির্বাহী সম্পাদক শামস শামীম, আরটিভি ও আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার চৌধুরী বিপ্লবসহ ৬ গণমাধ্যম কর্মীদের আসামি করেছেন। সাংবাদিকদের মামলায় আসামি করায় গত ২ সেপ্টেম্বর তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিকদেরকে মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাংবাদিক শামস শামীমসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ সাংবাদিককে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তারা প্রতিবাদী কর্মসূচির কথাও জানিয়েছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়া সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক কুলেন্দু শেখর দাস অবিলম্বে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ সাংবাদিকদের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দানের আহ্বান জানিয়েছেন। এদিকে সুনামগঞ্জ জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনও নিন্দা ও প্রদিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মধ্যনগর প্রেসক্লাব গত ৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদারসহ অন্যান্য সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে। দফতর সম্পাদক অনুপ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় গণমাধ্যমকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল কর্মসূচির প্রচার ও প্রচারণায় যথাযথ দায়িত্ব পালন করেছেন। এখন তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় মধ্যনগর প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ