সুনামগঞ্জ , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ বিএনপিতে ফাটল, ১৮ ইউনিটে পাল্টা কমিটি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার দুই যুগ আগের ঝুলে থাকা ১০ হাজার মামলা নিষ্পত্তি করবে হাইকোর্ট পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯১০০ মামলা বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি জগন্নাথপুরে রিংকনের মৃত্যু দুর্ঘটনা নয়, শ্বাসরোধে হত্যা : পিবিআই হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান! নৈতিক শিক্ষা-ভালো মানুষ হলেই দেশ উপকৃত হবে : সেনাপ্রধান জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না সীমান্তে জব্দকৃত ৯০টি ভারতীয় গরু গায়েব দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ভাড়াটিয়াদের আটকে রাখেন বাড়িওয়ালা, উদ্ধার করলো পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ মুখ থুবড়ে পড়েছে ছাতক স্লিপার কারখানা নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে : জেলা প্রশাসক নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি আমরা?

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি আমরা?
বাসাভাড়া নিয়ে সুনামগঞ্জ শহরের রায়পাড়ার মতো বড়পাড়াও মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে - আমরা কি সত্যিই আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি? বড়পাড়ায় বাসাভাড়া দিতে বিলম্ব হওয়ায় এক দরিদ্র অটোরিকশাচালক, তার স্ত্রী এবং চার শিশু সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে যান বাড়ির মালিক। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা এই পরিবার শেষমেশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় মুক্তি পায়। ঘটনাটি কোনো নাট্যকাহিনি নয়, বরং আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। অর্থনৈতিক সংকটে থাকা একজন ভাড়াটিয়া পরিবারকে এভাবে তালাবদ্ধ করে রেখে দেওয়া শুধু অমানবিকই নয়, এটি মৌলিক মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের চোখে অপরাধের শামিল। ভাড়াটিয়ারা সমাজের একটি বৃহৎ অংশ। তারা সাধারণ মানুষ - খেটে খাওয়া, দিন আনে দিন খায় ধরনের জীবন যাপনকারী মানুষ। একজন ভাড়াটিয়া যদি সাময়িক সংকটে পড়ে ভাড়ার টাকা দিতে না পারে, তাহলে তাকে তালাবদ্ধ করে রাখা কি সভ্য সমাজের কাজ? এটি কি আমাদের শিক্ষার, বিবেকের, ধর্মীয় মূল্যবোধের, কিংবা ন্যূনতম মানবিকতাবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ? আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে অল্প সময়ের আর্থিক অসচ্ছলতা কাউকে অপরাধী বানিয়ে দেয়। অথচ সেই ব্যক্তি মাসের পর মাস নিয়মিত ভাড়া দিয়ে আসছিল। দরিদ্রতা যেন এখানে অপমানের নামান্তর। অথচ আমাদের সংবিধান, আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং মানবাধিকারের আন্তর্জাতিক চুক্তিগুলো আমাদের শেখায় - দরিদ্র মানুষকে সহানুভূতির চোখে দেখতে, তাদের পাশে দাঁড়াতে। আমরা প্রশ্ন করতে চাই- যদি এই ঘটনা গণমাধ্যমে না আসত বা যদি তারা ৯৯৯-এ ফোন করতে না পারত, তাহলে কী ঘটতো? কে নিতো দায়? প্রশাসন কি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কোনো উদ্যোগ নেবে? এ ঘটনায় প্রশাসনের ভূমিকা, আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক সাড়া প্রশংসার যোগ্য হলেও, এর স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা বিশ্বাস করি, একজন ভাড়াটিয়া মানুষ তাঁর সম্মান, নিরাপত্তা ও অধিকার নিয়ে বাঁচার সুযোগ পাওয়ার অধিকার রাখেন। তার আর্থিক দৈন্য কোনোভাবেই তাকে নির্যাতনের সুযোগ করে দিতে পারে না। একজন শিশু, একজন গৃহবধূ, একজন দরিদ্র মানুষ যেন আর কখনও এমন অবমাননার শিকার না হন - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স