তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : আনিসুল হক
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:০২:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:০২:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক বলেছেন, সকল বিভেদ ভুলে দলকে গতিশীল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, দেশবিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে ওৎ পেতে আছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা সদরে মধ্যবাজারে মধ্যনগর বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, হাওর ও হাওরের কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের কৃষকগণই আমাদের সম্পদ, কৃষকদের বাঁচাতে হবে। আমি সব সময় বিএনপি’র নীতি-আদর্শ আর আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করছি। তাই জনগণের ভালবাসা আর বিশ্বাস অর্জন করেছি। সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছি। ৩১ দফা দেশ ও দেশের সকল স্তরের মানুষের মনের কথা।
মধ্যনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবে হায়াত-এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।
এছাড়াও ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এসএম রহমত, মধ্যনগর আহবায়ক কমিটির সদস্য আব্দুল হোসেন, সৈয়দ হোসেন, কামাল হোসেন, বিপ্লব সরকার, আবু হেনা, জামাল হোসেন, সেনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা জনসভায় এসে মিলিত হয়। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন আনিসুল হক।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ