জগন্নাথপুরে দুই আসামি গ্রেফতার
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে আলী মিয়া (৫০) ও উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের নেছাওর মিয়ার স্ত্রী মনিরা বেগম (৫০)। এর মধ্যে আলী মিয়া একটি মামলার এজারহারনামীয় আসামি ও মনিরা বেগম আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ