জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫২:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫২:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের তা-বের’ প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
বক্তারা গোপালগঞ্জের ঘটনাকে ‘নৃশংস ও ফ্যাসিবাদী হামলা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও নৈরাজ্য গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপ কখনোই মেনে নেওয়া হবে না। তারা সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলম, অফিস সেক্রেটারি নূরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলেমান চৌধুরী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ