এনসিপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
- আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২১:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২১:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ও জেলা এনসিপির সদস্যরা। এসময় তারা গোপালগঞ্জের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতারের পাশাপাশি আওয়ামী লীগ-ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এনসিপি সুনামগঞ্জের প্রধান সমন্বয়ক দেওয়ার সাজাউর রাজা সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা প্রকাশনা স¤পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি রাশেদুল হক জিসান, সদস্য ইলিয়াস আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাকিব, শবনম দ্দোজা জ্যোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ, সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ