স্টাফ রিপোর্টার ::
গত মঙ্গলবার (১৫ জুলাই) জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ৮৭ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। তাদের মধ্যে বাছাইকৃত ৪৪ জন দরিদ্র ছানি রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন করা হয়। অপারেশন-পরবর্তী সময়ে সব রোগী স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। চিকিৎসা শেষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সুনামগঞ্জের কৃতী সন্তান আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের। তাঁর নেতৃত্বে এসব উদ্যোগ গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার অফিসার রাশেদুজ্জামান রুবেল এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:১৩:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ